শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুল দ্রম্নত লম্বা করার গুপ্ত সন্ধান

চুলের সঠিক যত্ন নিলে আর যথাযথ পুষ্টি দিতে পাড়লে চুল ঝরা অনেক কমে যাবে এবং বৃদ্ধিও পাবে তাড়াতাড়ি। প্রতিদিন শ্যাম্পু করলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং চুল ভঙ্গুর হয়ে যায়, ফলে চুল ফেটে যায় ও ঝরেও বেশি। আর ঝরে গেলে তো চুল লম্বা হতে পারে না।
নতুনধারা
  ০২ অক্টোবর ২০১৯, ০০:০০

কুচবরণ কন্যা যে তার মেঘবরণ কেশ, আমায় নিয়ে যাও গো তোমরা সেই কন্যার দেশ। সুধুই কি কবিতা গানও কিন্তু আছে, টুনি লো তোর লম্বা মাথার কেশ, মিষ্টি মুখের হাসি দিয়া পাগল করলি দেশ টুনি লো! গায়ক কবি থেকে শুরু করে যুগে যুগে অনেক মনীষীরাই এই লম্বা কেশের পাগল ছিলেন। রূপকথার ট্যাংল্যান্ডের নায়িকাটার কথা হয়তো অনেকেই জানেন যে, সে তার দীঘল লম্বা কেশ দিয়ে কিভাবে তার রাজপুত্রসহ গোটা রাজ্যকে বাঁচিয়ে ছিল।

এখন বলবেন, এগুলো রূপকথার গল্পেই হয়, বাস্তবে নয়। কেমন হয় যদি রূপকথাটাকে বাস্তবে পরিণত করা যায়? ট্যাংল্যান্ডের নায়িকাটার মতো যদি আপনিও কোমর জড়ানো চুলের মালিক হতে পারেন। চুলের সঠিক যত্ন নিলে আর যথাযথ পুষ্টি দিতে পাড়লে চুল ঝরা অনেক কমে যাবে এবং বৃদ্ধিও পাবে তাড়াতাড়ি। কীভাবে চুলের যত্ন নেবেন সে নিয়ে আপনার চিন্তার শেষ নেই জানি, তাই চিন্তাগুলোকে দূর করতে মনোযোগ সহকারে পড়ুন এবং সে ভাবে মেনে চলুন। দেখবেন কীভাবে আপনার একরাশ ঝলমলে উজ্জ্বল চুল হয়ে গেছে- যা পাগল করবে সবাইকে !

বদলে ফেলুন শ্যাম্পু করার পদ্ধতি

আপনি জানলে অবাক হবেন আপনার চুলের বৃদ্ধি নির্ভর করে আপনি কি শ্যাম্পু ঘন ঘন ব্যবহার করছেন তার ওপর। প্রতিদিন শ্যাম্পু করলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং চুল ভঙ্গুর হয়ে যায়, ফলে চুল ফেটে যায় ও ঝরেও বেশি। আর ঝরে গেলে তো চুল লম্বা হতে পারে না। তাই চুলকে শুষ্কতার হাত থেকে বাঁচাতে হলে সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি শ্যাম্পু করা যাবে না।

হট অয়েল ট্রিটমেন্ট করুন

নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করুন

মাথায় ম্যাসাজ করলে যেমন আরাম লাগে, তেমনি চুলেরও উন্নতি ঘটে। মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু সময় নিয়ে নিজেই সেরে ফেলতে পারেন ম্যাসাজ। কারণ এই ম্যাসাজের ফলে চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ায়, ফলে চুলের ফলিকলে সহজেই পুষ্টি পৌঁছে যায়। সপ্তাহে অন্তত একদিন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিয়ে মাথায় ম্যাসাজ করে নিতে পারেন। এটা চুলের বৃদ্ধিতে দারুণ কাজে দেবে।

মাসে দু'বার হট অয়েল ট্রিটমেন্ট

চুলের গোড়ায় তেলের পুষ্টি পৌঁছে দিতে অয়েল ম্যাসাজের বিকল্প নেই। নারকেল তেল হালকা গরম করে হাতের আঙ্গুলে ভিজিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। একটা বড়ো তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপিয়ে কিছুক্ষণ মাথায় জড়িয়ে রাখুন ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ভেজা চুলে বাড়তি যত্ন

গোসল শেষে চুল ভেজা অবস্থায় ঘষে ঘষে মুছবেন না এবং আঁচড়াবেনও না। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে। ফলে দ্রম্নত মুছলে বা আঁচড়ালে চুল উঠে যেতে পারে। এ জন্য তোয়ালে দিয়ে হালকা ভাবে চুল মুছুন, তারপর বাতাসে শুকিয়ে নিন।

কন্ডিশনার ব্যবহার করুন

মাথায় শ্যাম্পু করলে স্বাভাবিকভাবে চুলের তেলাভাব আর আর্দ্রতা শুষে নেয়। তাই কন্ডিশনার ব্যবহার করলে হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে এবং চুলকে সতেজ, মসৃণ আর উজ্জ্বলও করে তোলে। তাই প্রতিবার শ্যাম্পু করার পাশাপাশি কন্ডিশনারও ব্যবহার করুন।

চুলে তাপের ব্যবহার এড়িয়ে চলুন

অতিরিক্ত স্টাইলিং নয়

আমরা প্রায়ই পার্লারে গিয়ে চুলের স্টাইলিং বদলানোর চেষ্টা করি। লম্বা চুল পাওয়ার আশা থাকলে তা কিন্তু ওখানেই শেষ! কারণ ঘন ঘন চুল পার্মিং, কার্লিং, অথবা হেয়ার স্ট্রেট করতে গিয়ে চুলের যে পরিমাণ মারাত্মক ক্ষতি আপনি করে ফেলেন তা হয়তো আপনার অজানা। আগেই বলেছি, বেশি গরম কিছু চুলে প্রয়োগ করলে তা চুলের জন্য ক্ষতিকর। অতিরিক্ত তাপ প্রয়োগের ফলে চুলের গঠনতন্ত্র নষ্ট হয়ে যায় এবং চুল পরতে শুরু করে। এমনকি হেয়ার ড্রায়ার ব্যবহারের ফলেও তা হতে পারে। ঘন ঘন স্টাইলিং করবেন না, করার আগে অবশ্যই হিট প্রোটেকট্যান্ট প্রডাক্ট লাগিয়ে নিন। রোজ রোজ ড্রায়ার ব্যবহার না করে প্রাকৃতিক হাওয়ায় চুল শুকোন। চুল মজবুত থাকলে বাড়বেও তাড়াতাড়ি।

নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করুন

হেয়ার মাস্ক সম্পর্কে হয়তো এখন কাররই অজানা নেই। চুলের আর্দ্রতা ফিরিয়ে এনে চুলকে সজীব আর সুন্দর করে তোলে। তাই আপনার উচিত প্রতি দু'সপ্তাহ পর পর হেয়ার মাস্ক ব্যবহার করা। আর ঘরোয়াভাবেই বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক। এ জন্য ডিমের কুসুম, মধু আর দই একসঙ্গে মিশিয়ে এই প্যাকটি তৈরি করে চুলে লাগিয়ে ফেলুন এতে চুলের মসৃণতা বাড়বে। চাইলে আভোকাডো আর কলার মাস্ক ব্যবহার করতে পারেন এতে করে রুক্ষতা ও জটপাকানো চুলের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি চাইলে বাজারে বিক্রিত মাস্কও ব্যবহার করতে পারেন। আর ঝলমলে ঘন চুল চান? তাহলে ডিম, মধু ও বিয়ার ক্যাসট্রল অয়েলের মাস্ক ব্যবহার করুন।

পুষ্টিকর খাবার খান

শরীরে পর্যাপ্ত প্রোটিনের অভাব থাকলে কিন্তু চুল কিছুতেই মজবুত হবে না। আর যদি চুল মজবুতই না হয় তাহলে স্বাস্থ্যোজ্জ্বল, ঘনকালো লম্বা চুল নেহাত স্বপ্নই থেকে যাবে। প্রতিদিনের খাবারে অবশ্যই আমিষ থাকা চাই। আপনি যদি নিরামিষ খেতে পছন্দ করেন, তাহলে প্রতিদিন দুধ, ডিম, পালংশাক ও ডাল জাতীয় খাবার অবশ্যই খাবেন। সামুদ্রিক তৈলাক্ত মাছ, বাদাম, আভোকাডো, তিসির তেল থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা চুলের জন্য অনেক উপকারী। আর অবশ্যই প্রচুর পানি পান করতে হবে।

সঠিক সাপিস্নমেন্ট খান

পুষ্টি ছাড়া কি চুলের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব। আপনার প্রতিদিনের খাবারে প্রয়োজনীয় পুষ্টি নাও থাকতে পারে। তাই ফুড সাপিস্নমেন্ট দিয়েই আপনাকে সেই ঘাটতি পূরণ হবে। ওমেগা থ্রি, ভিটামিন বি এবং অ্যান্টি-অক্সিডেন্টও আপনার চুলকে মজবুত করে। এই জাতিও সাপিস্নমেন্ট বা ওমেগা থ্রি পেতে ফিশ অয়েলও খেতে পারেন।

পূর্ণ ঘুম নেবেন

পর্যাপ্ত বিশ্রাম নিন

কখনই অতিরিক্ত স্ট্রেস নেবেন না আর পর্যাপ্ত ঘুমের অভাবে চুলের স্বাস্থ্য ও চুল বৃদ্ধির পক্ষে অনেকটাই ক্ষতিকর। আপনি সারাদিন পরিশ্রমের পর যখন ঘুমাতে যান, তখন আপনার চুলও তার কার্যকারিতা শুরু করে সারাদিনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে আস্তে আস্তে তরতাজা হতে থাকে। তাই দৈনিক আপনাকে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করতে হবে।

ক্ষতিকর আবহাওয়া থেকে চুলকে বাঁচান

চড়া রোদ বা শুকনো বাতাসেও কিন্তু চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। সুইমিং পুলের ক্লোরিনযুক্ত জলও চুলের পক্ষে খুব খারাপ। অনেকক্ষণ বাইরে থাকতে হলে পাতলা রংনা বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখুন। সাঁতারের সময়ও শাওয়ার ক্যাপ ব্যবহার করতে ভুলবেন না!

চুলের যত্নে চায়ের লিকার

বাঙালির অতি প্রিয় একটি খাবার হচ্ছে চা। অন্য কিছু হোক বা না হোক, চা ছাড়া আমাদের কিন্তু এক দিনও চলে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা আমাদের চাই। তা সে কড়া এক কাপ লিকার চা হো, কিংবা ঘন দুধের সঙ্গে গরম মশলা মেশানো ঝাঁঝালো চা। সারা রাতের আলিস্যি ভরা ঘুম তাড়িয়ে নিমিষেই নিজেকে চাঙ্গা করে তুলতে চায়ের কোনো জুড়ি হতেই পারে না।

কিন্তু এই চা পাতা যে আমাদের শরীরের সঙ্গে আমাদের চুলগুলোকেও চাঙ্গা করে তুলতে পারে সেটা কি আপনারা জানেন! অনেকেই বোধ হয় জানেন না; আসলে চা পাতা আমাদের চুলের যত্নে অনেক কার্যকরি ভূমিকা রাখতে পারে। চা পাতার এ সব উপকারিতার জন্য বহু আগে থেকেই বিভিন্ন দেশে চুলের যত্নে চায়ের লিকার ব্যবহার করা হয়ে আসছে। আজ আমি চুলের যত্নে চায়ের লিকার ব্যবহার করার একটা সহজ পদ্ধতি নিয়েই কথা বলব।

য় সুস্বাস্থ্য ডেস্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<69193 and publish = 1 order by id desc limit 3' at line 1