বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরীরে দৈনিক পানির চাহিদা

নতুনধারা
  ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

একজন মানুষের দৈনিক পানির চাহিদা নিভর্র করে ব্যক্তির বয়স, ওজন, পরিশ্রম, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া ইত্যাদির ওপর। তবে একজন সুস্থ বল প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনের ৮-১০ গøাস (৩-৫ লিটার) পানির প্রয়োজন রয়েছে। কিন্তু গরমে অতিরিক্ত ঘামলে, ব্যায়াম করার পর অসুস্থতা, গভার্বস্থাও স্তন্যদানকালে পানির চাহিদা বৃদ্ধি পায়।

টিপস: ওজন কমাতে বেশি করে পানি পান করুন তবে ঠাÐা পানি নয়, স্বাভাবিক তাপমাত্রার পানি উত্তম।

ক্স ভুঁড়িভোজ কিংবা তৈলাক্ত খাবারের পর কুসুম গরম লেবু পানি স্বাস্থ্যসম্মত।

ক্স খাওয়ার পূবের্ ১ গøাস পানি পান করলে হজমক্রিয়া ভালো থাকবে।

ক্স সামাজিক অনুষ্ঠান পানীয় কিংবা অ্যালকোহল বাদ রেখে পানি পান করা অতি উত্তম।

ক্স চা-কফির পরিবতের্ ১ গøাস বিশুদ্ধ পানি বেছে নিন।

ক্স পানি ফুটিয়ে বা ফিল্টারে রেখে কিংবা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পান করা বাঞ্ছনীয়।

য় যাযাদি হেলথ ডেস্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32708 and publish = 1 order by id desc limit 3' at line 1