শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুসখুসে কাশি দূর করে আদা

যাযাদি হেলথ ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ঠাÐা-কফজনিত অসুস্থতায় আদা, মধু ও লেবুর ব্যবহার সেই প্রাচীনকালের। খুসখুসে কাশি ও ঠাÐা লাগা দূর করতে পান করতে পারেন আদা, মধুর মিশ্রণ। জেনে নিন কীভাবে বানাবেন।

আদা, মধু ও কমলার খোসা

প্যানে দেড় গøাস পানি নিন। ফুটে উঠলে ১ ইঞ্চি আদা কুচি করে দিন ফুটন্ত পানিতে। ৫ মিনিট ফুটান। একটি কমলার খোসা কুচি করে দিয়ে দিন পানিতে। জ্বাল কমিয়ে ৫ মিনিট রাখুন চুলায়। চুলা থেকে নামিয়ে খানিকটা ঠাÐা করে নিন। কুসুম গরম অবস্থায় ১ থেকে ২ চা চামচ মধু মিশিয়ে নিন। মনির্ং ওয়াকের পর পান করুন আদা, মধু ও কমলার খোসার মিশ্রণ। ঠাÐা ও খুসখুসে কাশি থাকলে প্রতিদিন কয়েকবার পান করতে পারেন মিশ্রণটি।

আদা ও লেবু

মাঝারি অঁাচে এককাপ পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে ১ ইঞ্চি আদা কুচি করে দিন। জ্বাল কমিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। কুসুম গরম থাকা অবস্থা ১ চা চামচ লেবুর রস ও স্বাদ মতো মধু মিশিয়ে পান করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<28174 and publish = 1 order by id desc limit 3' at line 1