logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  হাট্টি মা টিম টিম ডেস্ক   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

অক্টোপাস কি ভিন গ্রহের প্রাণী?

অক্টোপাসরা এই পৃথিবীর বাসিন্দা নয়। নতুন গবেষণায় উঠে আসা তত্ত্বে বিস্মিত জীববিজ্ঞানীরা। আর শুধু অক্টোপাসই নয়- এই সেফালপড প্রজাতির অন্য জীবরাও যেমন- কাটল ফিশ, স্কুইড- এগুলোও হয়তো ভিনগ্রহের জীব।

কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, সেফালপড প্রজাতির সব জীবই নিজেদের শরীরে নিজেরাই বদল আনতে সক্ষম। এই রহস্যই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। কারণ, বিবর্তনের তত্ত্বের সঙ্গে এর কোনো মিল নেই। এটা অত্যাধুনিক জৈব ক্ষমতা, যা সম্ভবত ভিনগ্রহ থেকে এসেছে।

বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় দেখেছেন, অক্টোপাস, স্কুইড বা কাটল ফিশ নিয়মিত তাদের আরএনএ বদল করে। এই কাজটাই তাদের প্রাণিজগতের অন্যদের থেকে আলাদা করছে। এই আরএনএতে আছে জেনেটিক কোড। ডিএনএর অণু ডাবল স্ট্যান্ডার্ড। আরএনএর অণু সিঙ্গল স্ট্যান্ডার্ড। প্রোটিন উৎপাদন করে শরীরে জেনেটিক তত্ত্বের জোগান দেয় আইএনএ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে