logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  লুৎফর রহমান রবি   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

কিচিরমিচির

টুন টুনাটুন ডাকছে পাখি

গুনগুনিয়ে গাইছে গান,

কিচিরমিচির করছে চড়ুই

হর্ষ তে তার জুড়ায় প্রাণ।

ভন ভনিয়ে ছুটছে অলি

ফুলের ডগায় মধুর খোঁজ,

প্রভাত হলেই গাড়ির চাকা

নিয়ম করে ঘুরছে রোজ।

শন শনিয়ে বইছে বাতাস

ধানের ক্ষেতে খেলছে ঢেউ,

নীল আকাশে মেঘের ভেলা,

দেখবি যদি আয়রে কেউ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে