logo
বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

  বজলুর রশীদ   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

অপরূপ হেমন্ত

পাখির শিসে এলো ফিরে

শীত কুয়াশা ধীরে ধীরে

হেমন্তেরই বেলায়,

সাঁঝের ডাকে জোছনা-তারা

ঝিকিমিকি মাতোয়ারা

রাতটা আলো খেলায়।

দু'চোখ ভরে নরম দিনে

পাখির শিসে দিচ্ছে চিনে

ডানায় আওয়াজ তুলে,

কিচিরমিচির ছন্দতালে

সাঁঝের বেলা- গাছের ডালে

দুঃখগুলো যায় ভুলে।

ভোর সকালে হাতছানি দেয়

শিশির ভেজা ঘাসে,

ক্ষেতভরা ওই সোনালি ধান

ম-ম গন্ধে ভাসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে