logo
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৬

  শাহীন ভূঁঞা   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

হেমন্তকাল

হিমেল হাওয়ার পরশ নিয়ে

এসে গেছে হেমন্ত,

সবুজ পাতা চিঠি লিখে

শীতকে জানায় নেমন্ত।

সবুজ মাঠের বিশাল বুকে

হাসছে এখন আমন ধান,

এমন সময় ঐ মাঠ হতে

ভাসছে ধানের ম-ম ঘ্রাণ।

আকাশ গলে ঝরছে শিশির

চুপিচুপি শব্দহীন,

শিশির মেখে উঠছে হেসে

ফসল কাটার নতুন দিন।

কৃষান বধূ ভাবছে বসে

এবার পিঠাপুলি হোক,

কবির মতো বলছে সে তাই

হেমন্তকাল ফের আসুক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে