logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  সোমের কৌমুদী   ০৮ আগস্ট ২০১৮, ০০:০০  

রাতের আকাশ

আকাশটা কী ঘুমোয় না, ঘুম কি তার পায় না

ঐ আকাশের তারার দল ঘুমোতে তাকে দেয় না?

তারারা আবার বড্ড পাজি, ছুটতে তারা মত্ত

মধ্য রাতেও আলোক জ্বেলে ঘুম করে যে নষ্ট।

এমন আলোক প্রদীপ দেখে জাগে গাছের পাখি

আলোর এমন জলসা দেখে কণ্ঠে তাদের গীতি,

গায়ে আলোর পরশ মেখে পাপড়ি মেলে ফুলের দল

ঐ আলোকে আগলে রাখে শ্যামল বিলের স্নিগ্ধ জল।

রাতের অঁাধার অঁাধার নয়, চতুরদিকে আলোক ধারা

সেই আলোতে নিত্য সাজুক আমাদের এই বসুন্ধরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে