logo
বুধবার ২৭ মার্চ, ২০১৯, ১৩ চৈত্র ১৪২৫

  হাট্টি মা টিম টিম ডেস্ক   ০৮ আগস্ট ২০১৮, ০০:০০  

খড়িসুরুল প্রজাপতি

খড়িসুরুল প্রজাপতি
নাম তার খড়িসুরুল প্রজাপতি। লাইসিনিডি গোত্রের অন্তভুর্ক্ত এ প্রজাপতিটির ইংরেজি নাম মেটালিক সেরুলিয়ান (গবঃধষষরপ ঈবৎঁষবধহ) আর বৈজ্ঞানিক নাম ঔধসরফবং ধষবপঃড় (ঋবষফবৎ). এদের ডানার বিস্তার প্রায় ২৫-৩৪ মিলিমিটার। ধূসর খয়েরি রঙের এ প্রজাপতিটির লেজ আছে এবং লেজের কাছে কমলা রং দিয়ে ঘেরা কালো রঙের একটি ‘চোখ’ আছে। এদের সামনের ডানা আকাশি নীল রং। কমন সেরুলিয়ানের তুলনায় এদের ডানায় নীলের ঘনত্ব এবং ধাতব ভাব বেশি। পুরুষের তুলনায় স্ত্রী প্রজাপতির নীলের ঔজ্জ্বল্য কম এবং সামনের ডানার প্রান্তে কালচে খয়েরি পাড় বেশি চওড়া। এ প্রজাপতির নিচের পিঠ ধূসর খয়েরি, তার ওপর সাদা দাড়ি। পিঠের রংও কমন সেরুলিয়ানের তুলনায় বেশি উজ্জ্বল, সাদা রেখাও কনট্রাস্টও অনেক বেশি। সামনের ডানায় পাড়ের পটিগুলো বাদ দিলে চারটি দাড়ি চোখে পড়ে। ডানার গোড়ার দিক থেকে হিসাব করলে এক ও দুই নাম্বার দাড়ি দুটো ডানার খেঁাপ ভেদ করে একটানা চলে গেছে। তিন নাম্বার দাড়িটা শেষ হয়েছে শিরা-৩ এ, চার নাম্বার দাড়ি শেষ হয়েছে শিরা ৪-এ। এই শেষ দাড়ি দুটোর ডগার অংশে একটা কনুইয়ের মতো ভঁাজ তৈরি হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে