logo
শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৬

  তুফান মাজহার খান   ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

ঘুড়ি

ঘুড়ি ওড়ে নীল আকাশে

সাপের মতো বেঁকে,

হরেকরকম ঘুড়ি ওড়ে

রংধনু রং এঁকে।

সর্প ঘুড়ি, মৎস্য ঘুড়ি

আছে হংস ঘুড়ি,

মনে যে চায় ঘুড়ির সাথে

আমিও ক্ষণ উড়ি।

পাখা থাকলে যেতাম উড়ে

ঘুড়ির সাথে সাথে,

পাখা নেই তাই ঘুড়ি উড়াই

লাটাই ধরে হাতে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে