logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  সোমের কৌমুদী   ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

ইচ্ছে

চাঁদ মামাটা রোজ রাতে

উঁকি দেয় ঘরে

আলোয় ভাসে ঘরের বুক

জোছনা ঝরে পড়ে।

মৌরি বুড়ি বারান্দাতে

রোজ রাতে দাঁড়ায়

চাঁদ মামার পানে সে

হাত দুখানি বাড়ায়।

বুড়ির মনে ইচ্ছে জাগে

খোলা মাঠে ছুটতে

চাঁদের আলো গায়ে মেখে

মেঠো পথে ঘুরতে।

চার দেয়ালে বন্দি বুড়ি

পায় না পাখির দেখা

পরাণ ভরে চাঁদের আলো

হয় না গায়ে মাখা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে