logo
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

মেঘের ভেলা

মারইয়াম জামিলা

মেঘের ভেলা করছে খেলা

আকাশ মাঝে এসে

বর্ষা শেষে শরৎ এলো

কাশফুলেরা ঘেঁষে।

ভোর বেলাতে শালিক ডাকে

শুনতে লাগে ভালো,

তার মাঝেতে হঠাৎ করে

আকাশ হলো কালো।

শিউলি তলে শিরিন মেয়ে

কুড়িয়ে ঝরা ফুল,

ফুলের মালা গলায় দিয়ে

ছোটে নদীর কূল।

নদীর পাড়ে কাশবনেতে

বায়ুর তালে তালে,

পাখপাখালি গল্প করে

শীত আসার কালে।

সাঁঝের বেলা খুকির দলে

ফেরে সবাই ঘর

আঁধার কালো আকাশ খানি

করল সবে পর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে