logo
সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৭

  জারিফ এ আলম   ২৪ আগস্ট ২০১৯, ০০:০০  

চাঁদের হাট

আকাশজুড়ে চাঁদের হাসি

ছড়ায় সুখের আলো

ঝলমলানো রাতটা যেন

লাগলো ভীষণ ভালো!

রূপ-রুপালি চাঁদের হাসি

নতুন সুরে তাল

এমন রাতে ঘুমিয়ে পড়া

জাগলো মহাকাল।

রাতের মাঠে চাঁদের হাটে

জোনাক মহাশয়

ছড়ায় আলো আপন মনে

ভুবন করে জয়।

চাঁদের আলো পড়ল এসে

এই পৃথিবীর পর

স্বপ্ন দেখি মনটা আমার

ছুটছে তেপান্তর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে