logo
বুধবার ১৬ অক্টোবর, ২০১৯, ১ কার্তিক ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১০ আগস্ট ২০১৯, ০০:০০  

ঈদ

ফয়েজ হাবীব

ঈদের খুশি আজ

দেখো সবার মাঝ

হাসির ঝিলিক মুখে মুখে

নতুন নতুন সাজ।

নতুন জামা গায়

খোকা মাঠে যায়

হাত রাঙিয়ে খুকি বেড়ায়

নতুন জুতো পায়।

নামাজ শেষে সব

দারুণ অনুভব

বুকে বুকে বুক মিলানো

খুশির কলোরব।

হিংসা দূরে থাক

ভালোবাসার হাঁক

ঈদ দিয়েছে প্রেম প্রীতি আর

মিলে চলার ডাক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে