logo
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১০ আগস্ট ২০১৯, ০০:০০  

কোরবানি

আব্দুস সালাম

ধনী গরিব এক সমাজে

বাস করে তা জানি

অর্থ-কড়ি আছে যাদের

দেয় তারা কোরবানি।

কোরবানিতে ত্যাগের কথা

যাই না যেন ভুলে

সাধ্যমতো দীন-দুখীদের

দেবই কিছু তুলে।

ভালো ভালো খাবার হবে

ঘরে ঘরে রান্না

খুশির দিনে গরিব-দুখীর

দেখব না আর কান্না।

সব ভেদাভেদ ভুলে সবাই

যাব ঈদের নামাজে

শান্তি-সুখের বইবে বাতাস

আমাদের এই সমাজে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে