logo
সোমবার ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৮ আশ্বিন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৩ আগস্ট ২০১৯, ০০:০০  

তুলসী বন্ধু

শ্যামলী বিনতে আমজাদ

উঠোন জুড়ে লাগিয়ে দিলাম

তুলসী গাছের চারা,

মা ওগো মা কোথায় তুমি

আদর করে দাওনা চুমি।

তোমার কাশি খুব পুরনো?

হবেই এবার ভালো,

তুলসী রসের বাটির নিচে

আগুন এবার জ্বালো-

গরম হলো? কুসুম গরম?

সাথে মেশাও মধু নরম-

মিষ্টি মেয়ের মত করে

এবার খেয়ে নাও,

নিজেই তুমি দেখবে এখন

কত্ত আরাম পাও।

তুলসী পাতা বন্ধু তাদের

ভুগছে কাশে যারা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে