logo
শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ২১ চৈত্র ১৪২৫

  ফয়েজ হাবীব   ২৭ জুলাই ২০১৯, ০০:০০  

বর্ষা-বৃষ্টি দুই সখী

বর্ষা এলে বৃষ্টি আসে

ওরা দু'জন বন্ধু খুব

বৃষ্টি মেয়ে বর্ষা মেয়ে

কালোকেশি দারুণ রূপ।

গ্রামের বাড়ি বর্ষা এলে

বৃষ্টি বলে কোথায় যাও

আমায় ছাড়া ওগো সখী

তুমি কী আর ছন্দ পাও?

বর্ষার গলে মেঘের মালা

বৃষ্টির পায়ে নূপুরও

দু'জন সখী দেখা হলেই

টাপুরটুপুর দুপুরও।

বর্ষা এলে বৃষ্টি আসে

বৃষ্টিবর্ষা দারুণ মিল

দেখতে ওদের চাইলে তুমি

দেখো নদী, ভরা বিল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে