logo
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬

  আবু আফজাল সালেহ   ২০ জুলাই ২০১৯, ০০:০০  

কোলা ব্যাঙের বিয়ে

বুড়ো ব্যাঙের লাফালাফি

সোনা ব্যাঙের নিয়ে

ভোরবেলাতে উঠেই শুনি

কোলা ব্যাঙের বিয়ে।

রুই কাতলের ডানার ঝাপট

বোয়াল করে কান্না

ঢোঁড়া সাপের উথাল-পাতাল

মাঝপুকুরে রান্না।

এসব দেখে দোয়েল শ্যামা

পুকুর ভরায় শিসে

মাছরাঙা আর শালিক ফিঙে

বসে গাছের শীষে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে