logo
রোববার ২৫ আগস্ট, ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

  সুফিয়ান আহমদ চৌধুরী   ২০ জুলাই ২০১৯, ০০:০০  

বয়সের ঘড়ি

বয়সের ঘড়িটায়

বয়সের দৌড়

আর কয়দিন পর

হবে এই প্রৌঢ়।

সোনালির দিনগুলো

ভোলা যায় ভোলা

এইভাবে রোজ দেয়

দেয় কী যে দোলা।

বয়সের দৌড়ে আজ

যায় কত যায়

ভাবলেই জল পড়ে

কত হায় হায়।

এইভাবে দৌড়ে ওই

বয়সের ঘড়ি

জীবনের দিন যায়

হিসেব কি করি?
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে