logo
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬

  জান্নাতা নিঝুম শিল্পী   ১৩ জুলাই ২০১৯, ০০:০০  

বর্ষা এলোরে

বর্ষা এলো সবুজ বনে

ফুলের কলিতে,

বৃষ্টিফোঁটা দৌড়ে আসে

আমায় বলিতে।

বর্ষা এলোরে,

বর্ষা এলোরে।

ব্যাঙের ডাকে উঠোন মাতে

অথই পানিতে,

ঠোঁটের হাসি ঝরছে আমার

নয়ন খানিতে।

বর্ষা এলোরে,

বর্ষা এলোরে।

ঠান্ডা জলে রাখছি না পা

মায়ের মানাতে,

কদম বিলাস ঘ্রাণ ছড়ালো

আমায় জানাতে।

বর্ষা এলোরে,

বর্ষা এলোরে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে