logo
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬

  নূরুল ইসলাম মনি   ১৩ জুলাই ২০১৯, ০০:০০  

কেমনে পড়ি বই

বৃষ্টি পড়ে ঝুমুর ঝামুর

টিনের চালে ওই,

ডাকছি ওগো আম্মু আমার

রইলা তুমি কই।

পুকুর পাড়ে দুষ্টু ছেলে

করছে গো হইচই,

বড়শিতে মা সাপ ধরেছে

শুনেছো নিশ্চয়ই।

পুবের ক্ষেতে মন্টু মামা

দিচ্ছে কষে মই,

যাচ্ছে ভেসে টেংরা পুঁটি

যাচ্ছে ভেসে কৈ।

এমন দিনে আম্মু আমি

কেমনে সুশীল হই?

কেমনে থাকি ঘরের ভিতর,

কেমনে পড়ি বই?
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে