বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টি পড়ে

হুমায়ুন আবিদ
  ১৩ জুলাই ২০১৯, ০০:০০

আকাশ ঢাকা কালো মেঘে

বাতাস বইছে ঝড়ো বেগে

ঝরছে অঝোর বৃষ্টি

রাস্তা ঘাটে কাদাপানি

কি যে অনাসৃষ্টি।

পুকুর নদী ভরে জলে

ছেলে মেয়ে নাইতে চলে

হৈ-হুলেস্নাড় করে

মায়ে ডাকে বাবা ডাকে

আয়রে খোকা ঘরে।

গরু বাছুর হাঁকে মাঠে

হাটুরিয়া যায় না হাটে

খেলাধুলা বন্ধ

বৃষ্টি ভেজা কদম-কেয়া

ছড়ায় মিষ্টি গন্ধ।

বৃষ্টি পড়ে বন্যা আসে

শহর গ্রাম জলে ভাসে

বাড়ে সবার কষ্ট

ঘরের জিনিস জমির ফসল

হয় যে সবার নষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57855 and publish = 1 order by id desc limit 3' at line 1