logo
বুধবার ২৭ মার্চ, ২০১৯, ১৩ চৈত্র ১৪২৫

  মিনহাজ উদ্দীন শরীফ   ২৫ জুলাই ২০১৮, ০০:০০  

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে আকাশ থেকে

নদী গেল ভরে;

ঝোপের ফঁাকে কুনোব্যাঙ

ডাকে মধুর সুরে।

বক গেল মাছ ধরতে

মেঘনা নদীর ক‚লে;

দলে দলে ঝঁাপ দিয়ে

ধরে পোনা জলে।

খোকা খুকু নৌকা থেকে

দেখছে বকের খেলা;

পোনা মাছ ধরতে গিয়ে

কেটে গেল বেলা।

নবম শ্রেণি, জলসুখা কৃষ্ণ গোবিন্দ

পাবলিক উচ্চ বিদ্যালয়।

আজমিরিগঞ্জ /হবিগঞ্জ, সিলেট।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে