logo
শনিবার ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫

  তুষার কুমার সাহা   ২৫ জুলাই ২০১৮, ০০:০০  

মেঘের দেশে দিবে চিঠি

মেঘের দেশে দিবে চিঠি
মেঘের কাছে দিবে চিঠি ছোট্ট খোকা আজই,

আষাঢ় মাসে মেঘ’রা কেন? হলো এতো পাজি।

সকাল-সন্ধ্যা গুড়ুম গুড়ুম ডাকে কেন? রেগে,

শব্দ শুনে ছোট্ট খোকা ওঠে রাতে জেগে।

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর টিনের চালে ওই,

ঘরের ভিতর ছোট্ট খোকা বসে শুধু রয়।

একা একা ছোট্ট খোকা ভাবছে বসে ঘরে,

চিঠিখানা মেঘে দেশে দিবে ক্যামনে? ঝড়ে।

হঠাৎ করে ছোট্ট খোকা বুদ্ধি পেল যে-

ঘুড়ির সাথে চিঠি বেঁধে ছাড়বে আজই সে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে