logo
মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  রহিমা আক্তার মৌ   ১১ মে ২০১৯, ০০:০০  

মায়ের রাখা নাম

মায়ের রাখা নাম
ছোট বন্ধুরা আজকে তোমাদের নতুন এক বন্ধুর গল্প বলব। এ গল্পটা আগে তোমরা যেমন শুনোনি, আমিও কাউকে বলিনি। শুধু তোমাদের নয় এই বন্ধুর গল্প কাউকেই বলা হয়নি, তাহলে গল্পটা শুরু করি-

নতুন নাম আসমা, এ নামটা রেখেছে ওর মা সেতারা বেগম। নামটা এমনি এমনি রাখতে পারেনি কিন্তু। আসমা সেতারা বেগমের দ্বিতীয় সন্তান। ও যখন মায়ের গর্ভে তখন তাদের পরিবারের সবাই থাকতো ঢাকা ক্যান্টনমেন্টের সরকারি কোয়ার্টারে। কারণ আসমার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা। পাশের বাসার একটা মেয়ের নাম ছিল আসমা। সেই আসমাদের বাসার সবাই যখন ওকে নাম ধরে ডাক দিত, ডাক শুনে সেতারা বেগমের খুব ভালো লাগতো। তখনি তিনি ঠিক করেন যদি এবার মেয়ে হয় নাম রাখবেন আসমা।

সেতারা বেগম যখন একা থাকতেন তখন চুপে চুপে পেটে হাত দিয়ে ওকে আসমা বলে ডাক দিতেন। আর ওর সঙ্গে অনেক গল্প করতেন। কিন্তু ভাবনায় থাকতেন নামটা নিয়ে। এখন তো অনেকেই সন্তান জন্মের আগেই নাম ঠিক করে রাখেন, কিন্তু তখন কেউ এমন করত না। তার ওপর যার সন্তান হবে তিনি নাম রাখবেন এটা তো হতোই না। সেতারা ভাবেন তাহলে কি মেয়ে হলে নাম আসমা রাখতে পারবেন না। মনে মনে ভাবতে ভাবতে বুদ্ধি এলো, ছোট ভাই রাসেলকে ডেকে ওর সঙ্গে বিষয়টা বললেন। আরও বললেন-

যদি আমার মেয়ে হয়, তখন সবাই তো নাম খুঁজবে, তুই বলবি নাম রাখতে চাস আসমা। তখন তোর পরে আমিও বলব এই নামটাই রাখতে।

এর মধ্যে ওরা ঢাকা থেকে কুমিলস্না ময়নামতি ক্যান্টনমেন্টে চলে গেলেন। আলস্নাহর রহমতে সেতারার মেয়ে হলো, বাসার বড়রা নাম রাখার জন্য আলোচনা করছে। আলোচনার মধ্যে রাসেল এসে উপস্থিত। সে হঠাৎ বলে বসল-

আমি নতুন বাবুর জন্য নাম ঠিক করেছি।

বড়রা সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। একজন বললেন-

তুমি এখানে কেন, এখানে সবাই বড়রা, যাও তুমি নিজের কাজে।

অন্য একজন বললেন-

তুমি ছোট মানুষ, নিজের কাজে যাও। নাম ঠিক করা বড়দের কাজ।

অন্য একজন বললেন-

আচ্ছা ও কি নাম বলতে চায়, আমরা শুনতে তো পারি। বলো রাসেল তুমি কি নাম ঠিক করেছ নতুন বাবুর।

আমি ঠিক করেছি নতুন বাবুর নাম হবে আসমা।

শুরু হলো নাম নিয়ে আলোচনা, নামের অর্থ কি বা কোথায় শুনেছে এ নাম। ঠিক সে সময়ে ভেতরের রুম থেকে বেরিয়ে আসে সেতারা বেগম। কিছু বলার জন্য অনুমতি চায়।

আব্বা আম্মা, রাসেল যখন এই নামটা রাখতে চায় রাখুক, নামটা অনেক সুন্দর। আমার কাছেও ভালো লেগেছে।

তখন সবাই ভেবে দেখল নামটা সুন্দর রাখা যেতে পারে। এরপর সবাই ঠিক করল নতুন বাবুর নাম আসমা রাখা হবে।

মাসখানেকের মাথায় আকিকা দিয়ে ওর নাম ঠিক করা হলো। সবাই যখন নতুন বাবুকে আসমা বলে ডাক দেয় সেতারার তখন খুব আনন্দ হয়। রাসেল এসে সেতারা বুবুকে বলে-

এবার আমার পুরস্কার দাও, আমি বলেছি বলেই তো আসমা নাম রাখা হয়েছে।

তোর পুরস্কার হলো, আসমা বড় হলে ওকে বলব নামটা তুই রেখেছিস। কি রাসেল পুরস্কার পেয়ে খুশি তো।

বুবু তুমি এত চালাক হলে কি করে, আমি পুরস্কার চাই চাই-ই।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে