logo
সোমবার ২৬ আগস্ট, ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

  আহমদ আবদুলস্নাহ   ১১ মে ২০১৯, ০০:০০  

তিনি আমার মা

তিনি আমার মা
গভীর রাতে দুহাত তুলে রবের কাছে প্রার্থনা করেন যিনি, তিনি আমার মা। আমার মুখের ভাষা অনায়াসে বুঝে ফেলতেন যিনি, তিনি আমার মা। দুঃখ-কষ্টে সান্ত্বনার বাণী শোনাতেন যিনি, তিনি আমার মা। শত বেদনা অম্স্নান বদনে সয়ে যেতেন যিনি, তিনি আমার মা। শৈশবে বৃষ্টিভেজা বালকের জন্য আকুল হতেন যিনি, তিনি আমার মা। আমি একবার ডিঙি নৌকায় নদীতে ভেসে গিয়েছিলাম, তখন যার আর্তনাদে গ্রামের মানুষ আমাকে বাঁচাতে ছুটে এসেছিল, তিনি আমার মা। আমার শৈশবে অদ্ভুত ইচ্ছেগুলো সান্ত্বনার সাহায্যে ভুলিয়ে দিতেন যিনি, তিনি আমার মা। আমার জীবনের প্রথম লগ্নে যিনি আমাকে পৃথিবীর পথে উপযুক্ত করেছিলেন, তিনি আমার মা। ত্যাগ-তিতিক্ষার বিপন্ন দিনগুলোতে আগলে রেখেছেন যিনি, তিনি আমার মা। দৃশ্য ও অদৃশ্য মন যাকে ঘিরে, তিনি আমার মা। নিজেকে উজাড় করে সর্বস্ব ঢেলে দেন যিনি, তিনি আমার মা। হতাশার সব বাঁধার প্রাচীর ভেঙে যিনি আমাকে দেখিয়েছেন সত্যপথ, তিনি আমার মা। দূর দিগন্ত পথ পানে এখনো আমার প্রতীক্ষায় চেয়ে থাকেন যিনি, তিনি আমার মা। 'বড় মাপের কারও প্রশংসা করতে চাইলে তারই ছায়ায় নিজেকে গড়ে তুলতে হয় খানিকটা।' যিনি বলতেন, তিনি আমার মা। কূলহীন ঢেউয়ের সাথে হাবুডুবু খেয়ে আমাকে মানুষ করেছেন যিনি, তিনি আমার মা। দিকহারা পথভোলা মানবকুলের মধ্যে প্রভাতবেলা জেগে ওঠা লাল অরুণের সাজ দেখিয়েছেন যিনি, তিনি আমার মা। অসংখ্য প্রশংসা গাঁথা যার জন্য ঝড়ে পড়ে, তিনি আমার মা। অজস্র নিস্তব্দতা অন্ধকার ভেদ করে যার মধুর কণ্ঠ কানে ভাসে 'ওঠো আহমদ, রাত শেষ হয়ে গেছে'। তিনি আমার মা। একাকী কোথাও যখন নির্জনে হেঁটে চলি, তখন বাতাসে গাছের পাতায় সাড়ায় যার কণ্ঠস্বর শুনতে পাই, 'খোকা! কোথায় যাচ্ছিস?' তিনি আমার মা। আমার জীবনের প্রথম লগ্নে যিনি আমাকে পৃথিবীর পথে উপযুক্ত করেছিলেন, তিনি আমার মা। যার চরণে করি আমি আত্মনিবেদন, আমার সত্তা ও অন্তর মন, হঁ্যা- তিনিই আমার মা।

আমার সবকিছু একান্তই তোমার জন্য। তুমি আমাকে জন্ম দিয়েছ, শৈশবে লালন-পালন করেছ, শাসন-অনুশাসনের মধ্যদিয়ে বড় করে তুলেছ, বিপদে আশ্বাস এনেছ, সংগ্রামে পাশে দাঁড়িয়েছ। আমার সবকিছুই তোমার জন্য নিবেদিত।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে