বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ছাব্বিশে মার্চ

প্রজীৎ ঘোষ
  ২৭ মার্চ ২০১৯, ০০:০০
ছাব্বিশে মার্চ

বলতো ছোটু স্বাধীনতা

দিবসটি হয় কবে?

কোন তারিখে আমরা মিলি

স্বাধীনতা উৎসবে?

পারলি না তো! বলতো ঋতু

একটু ভেবে তুই;

আমতা আমতা না করে ভাই

বলতো দেখি জুঁই?

কি হলো আজ বলতো তোদের

মাথায় কি নেই ঘিলু;

ষোলই ডিসেম্বর বলেছে

সিক্সে পড়া মিলু।

ফেব্রম্নয়ারির একুশ তারিখ!

উত্তর দেয় রাধা;

মাথাতে ওর গোবর ভরা

এক্কেবারে গাধা।

ছাব্বিশে মার্চ স্বাধীনতা

নেই কি কারও মনে?

ইতু তখন এক দুই করে

হাতের আঙুল গোনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42683 and publish = 1 order by id desc limit 3' at line 1