শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রাবণের বৃষ্টি

আবু আফজাল সালেহ
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

সাদামেঘে শ্রাবণ দিনে

ঝুমছে পড়া বৃষ্টি

রজত ধারা বাদল দিনে

দূরে যায় না দৃষ্টি।

অঝোর ধারায় বৃষ্টি পড়ে

কদম-কেয়ার বনে

বৃষ্টিফেঁাটা হীরের ফালি

উদাস করে মনে।

উদাস মনে ভাবুক কবি

এঁকে চলেন ছবি

শব্দে শব্দে গঁাথুনি দিয়ে

শক্ত যেন কবি।

প্রভা-নোভা শুনে ছড়া

মনে জেগে ব্যাকুল।

বাদলঝরা ভরদুপুরে

গান শোনার আকুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3947 and publish = 1 order by id desc limit 3' at line 1