logo
বুধবার ২১ আগস্ট, ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

  আসাদ জোবায়ের   ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

আলোর দুঃখ

কুয়াশায় ঢাকা ভোর আলো গেল কই

আলো গেছে ওপাড়ায় এলো বুঝি ঐ।

আলো খুব অস্থির ঘোরে দিন রাত

এপাড়ায় দিন কেটে ওপাড়ায় কাত।

ঘুরে ঘুরে কত কী যে দেখা হয় তার

গাছ-পালা নদী-নালা সুচালো পাহাড়।

পাহাড়ের ভঁাজে ভঁাজে ঝণার্র গান

বস্তির লুটোপুটি আয়েশি দালান।

তবু নাকি দুখে তার চোখ আসে ভিজে

মায়াবী রাতের শাড়ি দেখেনি সে নিজে।

দেখবে সে কিসে?

যে পাড়ায় আলো যায় সে পাড়ায় দিন

নাম তার সূযর্ তো জ্বলে অমলিন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে