logo
শনিবার ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫

  শফিকুল ইসলাম শফিক   ১১ জুলাই ২০১৮, ০০:০০  

বষার্ এলে

বষার্ এলে বারিধারা

নাচের দুয়ার খোলে

এলোমেলো বাতাসে মন

একটুখানি দোলে।

বষার্ এলে সূযির্মামা

ঘুমায় মেঘের কো?লে

বষার্ রানীর হাসিভরা

চাউনি গালের টোলে।

বষার্ এলে চমকে উঠি

গুড়ুম গুড়ুম ঢোলে

স্নান করে পাখি তবু

খুশির ডামাডোলে।

বষার্ এলে তপ্ত ভ‚মি

সিক্ত করে তোলে

সতেজ লাগে এই প্রকৃতি

দুঃখ জরা ভুলে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে