logo
সোমবার ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫

  পবিত্র মহন্ত জীবন   ১০ অক্টোবর ২০১৮, ০০:০০  

এলো দুগার্ মা

দুগার্ পুজো উৎসবও তাই

বছর ঘুরে আসে

তোমার রূপে প্রকৃতিও

শরৎ ঋতু হাসে।

ঢাকঢোল পিটিয়ে এলো

শারদ দুগার্ মা,

ঢাকের তালে নাচে খুকি

তাকধিনা ধিন তা।

শারদ ভাসে গঙ্গাজলে

সবাই করে স্নান

মা-দুগার্র চরণধূলি

পবিত্র স্থান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে