শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
বিদেশে উচ্চশিক্ষা

ভারতে পড়তে চাইলে

তানভীর রায়হান
  ২৭ জুন ২০১৮, ০০:০০

বিশ্বায়নের যুগে পুরো পৃথিবীটাই আজ পরিণত হয়েছে গেøাবাল ভিলেজে। একমাত্র শিক্ষার মাধ্যমেই বিশাল এই পৃথিবী দিনকে দিন ছোট হয়ে আসছে। ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গে এখন এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার মানে অনেক ওপরে উঠে এসেছে। বিশেষ করে ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এর মধ্যে অন্যতম। আন্তজাির্তক স্বীকৃতি রয়েছে এমন কিছু ভারতের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষাথীের্দর সহজে পড়তে যাওয়াকে আরও সুগম করতেই এই প্রতিবেদন। এখন ভিসা প্রক্রিয়া সহজ হয়ে যাওয়ায়, ভারতে পড়াশোনার জন্য ছেলেমেয়েকে পাঠাতে অভিভাবকদের আগ্রহ বেড়েছে।ভারতে পড়তে আগ্রহী শিক্ষাথীের্দর জন্য সুখবর হলো ওহফরধ ঊফঁপধঃবং এবং গবহঃড়ৎং’ ঝঃঁফু অনৎড়ধফ ভারতের বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে আয়োজন করেছে ‘ওহফরধ ঊফঁপধঃবং-ঝঢ়ড়ঃ অফসরংংরড়হং ঊীঢ়ড়’ ২০১৮। আগামী ২৯ ও ৩০ জুন ঢাকায় এবং ২ ও ৩ জুলাই চট্টগ্রামে আয়োজন করা হয়েছে এই বণার্ঢ্য শিক্ষামেলার।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকাÑ কেআইআইটি-কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (ভুবনেশ্বর, উড়িষ্যা), মানব রচনা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট (দিল্লি এনসিআর), ভেল টেক (চেন্নাই, তামিলনাড়ু), জেইন ইউনিভাসিির্ট (ব্যাঙ্গালোর, কনার্টক), ইন্টিগ্রাল ইউনিভাসিির্ট (লখনউ, উত্তর প্রদেশ), দি নেওটিয়া ইউনিভাসিির্ট (কলকাতা, পশ্চিমবঙ্গ), ইউনিভাসিির্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (বারিদুয়া, মেঘালয়), কাজিরাঙ্গা ইউনিভাসিির্ট (জোরহাট, আসাম), স্যাফায়ার ইন্টারন্যাশনাল স্কুল (রঁাচি, ঝাড়খন্ড), মিনাক্শি ওয়াল্ডর্ স্কুল (দিল্লি এনসিআর)।

ইন্টারন্যাশনাল স্কুলে ভতির্ থেকে বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টাসর্ অথবা পিএইচডি- সব বিষয়েই কথা বলা এবং অন স্পট আবেদন করে কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার সুযোগ থাকবে এই শিক্ষা মেলায়। আগ্রহী শিক্ষাথীের্দর তাদের ভতির্র জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্টস ও পাসপোটর্ নিয়ে আসতে হবে। যারা এই বছর পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারাও আগাম ভতির্র সুযোগ পাবেন। যারা ভারতে ভবিষ্যতে পড়তে যেতে চান তাদের জন্যও আগাম প্রস্তুতিতে সাহায্য করবে এই শিক্ষামেলা। বিনামূল্যে প্রবেশযোগ্য এই শিক্ষামেলাটি হাই কমিশন অব ইন্ডিয়া, ঢাকা দ্বারা স্বীকৃত। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩২৪৩৪১১। মেলার সময়সূচি: জুন ২৯ ও ৩০, ঢাকার দ্য ফ্লামেনকো কনভেনশন সেন্টার, ফামের্গটে (ফামের্গট পুলিশ বক্সের বিপরীতে) এবং চট্টগ্রামে ২ ও ৩ জুলাই রেডিসন চিটাগং বে ভিউ হোটেলে । বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত চলবে এই মেলা। আসন্ন শিক্ষামেলা সম্পকের্ আয়োজকরা জানান, ‘ভারতে অবস্থিত এবারের মেলায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থা সম্পকের্ প্রয়োজনীয় সব ধরনের তথ্য বাংলাদেশি শিক্ষাথীের্দর কাছে উপস্থাপন করাকে আমরা সবাির্ধক গুরুত্ব দেব। এ জন্য মেলায় আমাদেরও বেশকিছু দক্ষ পরামশর্ক থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে