শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্তানের আদশর্ বিদ্যাপিঠের খেঁাজে...

রায়হান শরীফ
  ২৭ জুন ২০১৮, ০০:০০
ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষাথীর্রা

দেশে নিজস্ব কারিকুলামের পাশাপাশি ইংরেজি মাধ্যম শিক্ষাও প্রচলিত রয়েছে, বিশেষ করে স্কুল-কলেজ লেভেলে। আর এই মাধ্যমে সাধারণত মে-জুনে এবং জানুয়ারিতে ভতির্ নেয়া হয়। তাই ২০১৮-১৯ সেশনের জানুয়ারিতে সন্তানকে যারা ভতির্ করাবেন, তাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। প্রস্তুতি বলতে কোন স্কুলে ভতির্ করবেন, শিক্ষার মান কেমন, কী কারিকুলাম, কেমন ব্যয় ইত্যাদি জেনে ভতির্ করতে হবে। শিশু শ্রেণির স্কুলটি হবে বাস্তব ও নান্দনিক শিক্ষার সমন্বয়ে একটি আনন্দদায়ক উপভোগ্য পরিবেশে। যেখানে থাকবে আধুনিক শিক্ষা উপকরণে সজ্জিত একটি সুপরিসর প্লে গ্রাউন্ড। অন্যদিকে সিনিয়র লেভেলের শিক্ষা পরিবেশ থাকবে সৃষ্টিশীল ও সেলফ ডেভলপমেন্ট ওরিয়েন্টেড।

রাজধানীসহ প্রায় সব বিভাগীয় শহরেই রয়েছে ইংরেজি মাধ্যম স্কুল। বিশেষ করে রাজধানীর উত্তরা, ধানমÐি, গুলশান, বারিধারা ও বসুন্ধরায় শীষর্স্থানীয় স্কুলগুলোর অবস্থান। যাদের কারিকুলাম, পরীক্ষা ব্রিটিশ কাউন্সিল কতৃর্ক পরিচালিত। এসব স্কুলে এতদিন প্রচলিত এডেক্সেল, ব্রিটিশ কারিকুলাম থাকলেও যুগের চাহিদায় এখন ক্যামব্রিজ, জিসিই, আইজিসিএসই-এর মতো আপগ্রেড কারিকুলাম চালু হওয়ায় কিছু স্কুল এসব কারিকুলাম পড়ানো শুরু করেছে। ফলে সন্তানকে ভতির্র পূবের্ এসব দেখে শুনে ভতির্ করতে হবে। দেখে শুনে ভালো প্রতিষ্ঠানের খেঁাজ পেলেও লাগামহীন খরচ ধাযের্্যর কারণে অধিকাংশ মানুষ সন্তানকে সেসব স্কুলে পড়াতে পারেন না। তাই উক্ত বাস্তবতায় নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ধমীর্য় মূল্যবোধকে অক্ষুণœ রেখে আধুনিক অথচ সাশ্রয়ী এক ভিন্ন ঘরানার ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা করেন এক সময়ের ঊধ্বর্তন ব্যাংকার, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা মরহুম মোহাম্মদ খবিরুজ্জামান। তিনি স্বপ্ন দেখেছেন, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এমন এক ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠার, যেখানে গুণগতমানের উন্নত শিক্ষার পাশাপাশি থাকবে মানবীয় গুণাবলি অজের্নর আদশির্ক তথা নৈতিক শিক্ষা। আর এই লক্ষ্যে তিনি ২০০০ সালে রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠা করেন ‘ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল’। যেখানে রয়েছে প্লে’ থেকে ও’ এবং এ’ লেভেল পযর্ন্ত পড়ার চমৎকার সুযোগ। কয়েকজন মাত্র ছাত্র-ছাত্রী নিয়ে শুরু করা এই স্কুলে এখন একাধিক ভবনে প্রায় ৬০০ শিক্ষাথীর্ লেখাপড়া করছে। সহশিক্ষামূলক কাযর্ক্রমের অবাধ সুযোগ থাকায় শিক্ষাথীর্রা একাডেমিক শিক্ষার বাইরেও সমৃদ্ধ হচ্ছে অংশগ্রহণমূলক বাস্তবভিত্তিক সৃজনশীল শিক্ষায়।

এখানকার পাঠদান কৌশল শিক্ষাথীের্দর মাঝে গড়ে তোলে পাঠের আগ্রহ তথা কৌত‚হল। বিশেষকরে শিশু শ্রেণিতে আকষর্ণীয় শিক্ষা উপকরণের মাধ্যমে খেলাচ্ছলে পড়ার এক ভিন্ন পরিবেশ এখানে সৃষ্টি করা হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি জাতীয় দিবসগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানাদি, শিক্ষা সফর তথা শিক্ষামূলক কাযর্ক্রম। পাশাপাশি এখানে রয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক কমর্কাÐে অংশগ্রহণের অবাধ সুযোগ। যোগাযোগ : বাড়ি-৪৯, সড়ক-০৪, সেক্টর-০৩, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন : ৫৮৯৫২৭৫৯ ও ০১৭৫ ১৬৩৬৮০৫ । ইয়েলের বিগত দিনের ফলাফলও বেশ ঈষর্ণীয়। ব্রিটিশ কাউন্সিলের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় এদের রয়েছে রেকডর্ ফলাফল। এবং এই হার প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। ভালো ফলাফলের জন্য এদের শিক্ষাথীর্রা বিভিন্ন ক্যাটাগরিতে বছরব্যাপী পাচ্ছে ডেইলি স্টার অ্যাওয়াডর্সহ বিভিন্ন স্বীকৃতি। তবে ফলাফলের চেয়েও এদের আগ্রহ তথা সন্তুষ্টি শিক্ষাথীের্দর মানবীয় গুণাবলি সম্পন্ন আদশর্ মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে। উল্লেখ্য, কিছু ইংরেজি মাধ্যম স্কুল আছে অত্যন্ত ব্যয়বহুল, এসব স্কুলের অবকাঠামো ও অন্যান্য আয়োজনের কারনেই এটি হয়েছে। পাশাপাশি কিছু মধ্যম মানের স্কুল আছে, যেখানে অভিজ্ঞ শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে যতটুকু প্রয়োজন তার বাইরে উল্লেখযোগ্য কোনো ব্যয় না থাকায়, তারা শিক্ষার মান ঠিক রেখেও তুলনামূলক কম খরচ নিচ্ছে। আপনি সচেতন থাকলে এসব স্কুল থেকেও আপনার সন্তান উপযুক্ত শিক্ষা অজর্ন করতে পারবে। অপেক্ষাকৃত কম ব্যায়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করা প্রসঙ্গে ইয়েলের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার হাসানুজ্জামান বলেন, কোয়ালিটি অ্যানশিওর করতে হলে ব্যায় বাড়বে এটা স্বাভাবিক, তবে চেষ্টা করলে শিক্ষার গুণগত মান অক্ষুণœ রেখেও ব্যায় স্বাধ্যের মধ্যে রাখা সম্ভব। আমরা নিরন্তর এই চেষ্টাই অব্যাহত রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে