logo
শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

চ ট্ট গ্রা ম বি শ্ব বি দ্যা ল য়

রঙে রঙিনর্ যাগ ডে

রঙে রঙিনর্ যাগ ডে
নুসরাত জাহান

র্

যাগ ডে দিনটি আনন্দঘন পরিবেশে শুরু হলেও সমাপ্তিটা যেন হল বিষণ্নতার সুরে। বলছিলাম সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচেরর্ যাগ ডের কথা।

শাটলে কিংবা ঝুপড়িতে দলবেঁধে গান গাওয়া, মউর দোয়ানের শিঙ্গাড়া, সমাজবিজ্ঞানের ক্যান্টিনে চায়ের কাপে গল্পের ঝড় তোলা, সেমিনারে নোটের আদান-প্রদান এ সবকিছুরই যেন অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটেছের্ যাগ ডের মধ্য দিয়ে।

ক্যাম্পাসজীবনে স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী ব্যাচের শিক্ষার্থী আহম্মেদ আনোয়ার বলেন, 'আজ র্(যাগ ডে) বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের সমাপ্তি হতে যাচ্ছে আমার জীবনের, আমার কাছে ডিপার্টমেন্ট ছিল আরেকটি পরিবার সেই পরিবারকে ছেড়ে যেতে কতটা কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না'।

সকাল ১১টায় কেক কাটার মধ্যদিয়ের্ যাগ ডের উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ারা বেগম। এরপর আন্দনর্ যালিতে নানা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে মুখরিত করে তোলেন পুরো ক্যাম্পাস। মুহূর্তেই 'অপরাহ্নে ৪৯ 'স্স্নোগান সংবলিত সাদা টি-শার্টটি নানা রঙে ও কাছের মানুষের লেখায় ভরে গিয়েছিল।

বন্ধুদের হারানোর বিষণ্ন অনূভুতি ব্যক্ত করেন বিদায়ী ব্যাচের আরেক শিক্ষার্থী ফিরোজ মাহমুদ, র্'যাগ ডের দিন এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম আজ আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিন; কিন্তু বেলা যত বাড়ছিল মনের মধ্যে কি জানি একটা হারানোর অনুভূতি কাজ করছিল।'

\হদিনশেষে প্রিয় ক্যাম্পাস ও বন্ধুদের হারানো বিষণ্ন অনুভূতি ধরা পড়ল সবার চোখে। অশ্রম্নসিক্ত নির্বাক কণ্ঠে অন্তর বলে ওঠে যেন 'দেখা হবে বন্ধু কারণে-অকারণে'।

শিক্ষার্থী: রাজনীতি বিজ্ঞান বিভাগ, চবি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে