logo
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

  ক্যাম্পাস ডেস্ক   ২০ জুলাই ২০১৯, ০০:০০  

শাবিপ্রবিতে সমন্বিত ভর্তি পরীক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) স্নাতক প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ১৫৬তম একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ভিসি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৫৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়। এ বছর স্বতন্ত্রভাবেই ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়। তবে সেটি আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে।

এ ব্যাপারে ভিসি ফরিদ উদ্দিন আহমেদ জানান, 'আমরা সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যাপ্ত প্রস্তুতি না থাকা ও নীতিমালা প্রণয়ন না হওয়ায় আগামী বছর থেকে তা কার্যকর হবে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে