logo
বুধবার ১৬ অক্টোবর, ২০১৯, ১ কার্তিক ১৪২৬

  ক্যাম্পাস ডেস্ক   ২৯ জুন ২০১৯, ০০:০০  

ইবিতে ডিজাইন ও রিভিউ বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ

ইবিতে ডিজাইন ও রিভিউ বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কারিকুলাম ডিজাইন ও রিভিউ বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) কেন্দ্রীয় গ্রন্থাগারের আইকিউএসির সম্মেলন কক্ষে এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সম্মেলন কক্ষে মোট দুই সেশনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সকালে আইকিউএসি সম্মেলন-কক্ষে থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আইন অনুষদের জন্য অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা এবং থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজের ডিন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. কাজী কে শহীদুলস্নাহ ওয়ার্কশপের রিসোর্স পার্সন ছিলেন। উপস্থাপনায় ছিলেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার শাহিদা আক্তার আশা।

এদিকে দুপুরে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সম্মেলন-কক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের জন্য অনুষ্ঠিত অন্য ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. কেএম আব্দুস ছোবহান উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ভিসি প্রফেসর ড. আব্দুর রব ওয়ার্কশপের রিসোর্স পার্সন ছিলেন। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা। উপস্থাপনায় ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. মো. জাকির হোসেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে