শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়

কৃষ্ণচূড়া ও সোনালু ফুলের ক্যাম্পাস

ইমানুল সোহান
  ২৫ মে ২০১৯, ০০:০০

চারিদিকে তপ্ত রোদ্দুর। কখনো রোদ্দুর সঙ্গে তপ্ত বাতাস। গ্রীষ্মের তপ্ত রোদ্দুরে জনজীবন হয়ে পড়েছে ওষ্ঠাগত। তবে কাঠফাটা রোদ্দুরকে ছাপিয়ে গ্রীষ্মে আরেকটি চিরচেনা রূপের দেখা মিলে। সেই রূপটি হচ্ছে রক্তের মতো রাঙা কৃষ্ণচূড়া আর সোনালু ফুলের রঙিন আভা। এই চিরচেনা রূপটির দেখা মিলে শহর কিংবা গ্রামাঞ্চলে। যা তপ্ত রোদ্দুরকে ছাপিয়ে প্রকৃতি ও মানব মনকে স্পর্শ করে।

ঠিক একইভাবে কৃষ্ণচূড়া ও সোনালু ফুলে ছেয়ে গেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই বিদ্যাপিঠের প্রবেশ পথেই দেখা মিলবে গ্রীষ্মের রঙে রাঙা কৃষ্ণচূড়ার। যা প্রকৃতির পালাবদলে নজর কাড়ে শিক্ষার্থী ও দর্শনার্থীদের। মেইন গেট পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলেই হলুদে আচ্ছাদিত সোনালুর স্বর্গের দেখা মিলবে। যেখানে রঙ ছড়াচ্ছে হলুদের বেশে প্রকৃতিতে আসা সোনালু ফুল। রাস্তার দু'পাশে সাড়ি সাড়ি প্রায় ৫০টি গাছে দুলছে ঝলমলে সোনালু ফুল। যাতে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতিপ্রেমীদের চোখ আটকে যায়। বিশেষ করে শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত থাকে ডায়না চত্বর নামে পরিচিত স্থানটি। ক্লাস ও পরীক্ষার পাশ কাটিয়ে সেখানে বসে গল্প ও গানের আসর।

১৭৫ একর বিস্তৃত ক্যাম্পাসটির বিভিন্ন অনুষদ ও আবাসিক হলের সামনে ফুলগাছগুলোর দেখা মিলে। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খালেদা জিয়া হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে, শহীদ মিনারের পেছনে ও খালেদা জিয়া হলের ভেতরে ফুটেছে গ্রীষ্মের রঙে রাঙা কৃষ্ণচূড়া ফুল। গাছগুলোর ডালে ডালে চোখ ধাঁধানো রঙের ঔজ্জ্বল্য ছড়াচ্ছে রক্তলাল কৃষ্ণচূড়া। দীর্ঘ ও প্রসারিত গাছগুলোর ফুলের প্রাচুর্যে লাল হয়ে উঠেছে ক্যাম্পাসের আকাশ-বাতাস। এ যেন লাল রঙের এক মায়াবী ক্যানভাস। যার চিত্রপটে শিক্ষার্থীরা আঁকছে হরেক রকমের স্বপ্ন। সেই স্বপ্নকে কখনো ক্যামেরার ফ্রেমে আবদ্ধ করছে তারা। এভাবেই রক্তলাল কৃষ্ণচূড়া ও সোনালু ফুল শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনকে আলোড়িত করছে। এ ছাড়াও জারুল, হিজলসহ গ্রীষ্মের সব ফুলে ছেয়ে গেছে ক্যাম্পাসটি। বাংলাপিডিয়া মতে, 'কৃষ্ণচূড়া পধবংধষঢ়রহরবধব গোত্রের উবষড়হরী ৎবমরধ প্রজাতির আকর্ষণীয় ফুলবিশিষ্ট গাছের সাধারণ নাম। এ গাছ মধ্যম থেকে লম্বা গড়নের মাথা ছড়ানো হয়ে থাকে। ফুল ফোটে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। কমলা অথবা লাল রঙের আকর্ষণীয় ফুলের ডালের আগাছা গুচ্ছবদ্ধ। চিকন পাতা ও সুন্দর ফুলের জন্য সারাদেশে জনপ্রিয়।

বাহারি ফুলের রঙিন ক্যাম্পাস নিয়ে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ জানান, 'রক্তের মতো টকটকে লাল কৃষ্ণচূড়ায় আচ্ছাদিত হয়েছে পুরো ক্যাম্পাস। এই ফুলকে যত দেখি তত মুগ্ধ হই। তাই গ্রীষ্ম এলেই মনের ক্যানভাসে উঁকি মারে সোনালু ও কৃষ্ণচূড়ার সৌন্দর্য।' ফুলের মনকাড়া সৌন্দর্যের অনুভূতি জানাতে গিয়ে আইন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আহমেদ তৌফিক জানান, ' গ্রীষ্ম এলেই জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু ফুলে প্রকৃতি স্বরূপে সজ্জ্বিত হয়। ব্যতিক্রম নয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। সোনালু আর কৃষ্ণচূড়ার মিতালিতে ক্যাম্পাসটি এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। যা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই সবুজ বৃক্ষের ফুলের সমাহার ক্রমাগত মুগ্ধ করছে আমাকে।'

এক কথায় উপমেয় রূপ, রং ও গন্ধের যূথবদ্ধতায় গ্রীষ্ম নিসর্গের এ আয়োজন প্রকৃতিপ্রেমীদের জন্য ভালোবাসার এক অপার প্রাপ্তি। প্রকৃতির রুক্ষতা ও যান্ত্রিকতা রুদ্ধশ্বাস ভুলিয়ে যা আমাদের দেয় অপার স্বস্তি ও অনাবিল শান্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50928 and publish = 1 order by id desc limit 3' at line 1