শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিআইইউতে আইকিউএসি সাব-প্রজেক্টের সমাপনী কমর্শালা

ক্যাম্পাস ডেস্ক
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট (ডিআইইউ) কতৃর্ক যৌথভাবে ইউনিভাসিির্টর আইকিউএসি সাব-প্রজেক্টের সমাপনী কমর্শালা সব শিক্ষককে নিয়ে ৩০ জুন ইউনিভাসিির্টর ৬৬, গ্রীনরোড ক্যাম্পাসে ড. এমআই পাটোয়ারী অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গৌরাঙ্গ চন্দ্র মহন্ত, এনডিসি, প্রজেক্ট ডাইরেক্টর (এডিশনাল সেক্রেটারি), হায়ার এডুকেশন এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)। তিনি তার বক্তব্যে সাব-প্রজেক্টটি নিদির্ষ্ট সময়ে সফলতার সঙ্গে সমাপ্ত করায় ইউনিভাসিির্ট কতৃর্পক্ষকে ধন্যবাদ জানান। উক্ত কমর্শালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, হেড, কিউএইউ, ইউজিসি; ড. আহমেদ তাজমীন, কিউএ স্পেশালিস্ট, কিউএইউ, ইউজিসি এবং ড. মাহবুব আহসান খান, কিউএ স্পেশালিস্ট, কিউএইউ, ইউজিসি। অধ্যাপক অধিকারী সাব-প্রজেক্টের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাস্তবতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের ওপর একটি প্রেজেন্টেশন দেন। উক্ত কমর্শালায় ডা. এস. কাদির পাটোয়ারী, চেয়ারম্যান, বিওটি; অ্যাডভোকেট এসকে পাটোয়ারী, মেম্বার, বিওটি; অধ্যাপক ড. মো. মাইনুল ইসলাম, ট্রেজারার; অধ্যাপক মো. রফিকুল ইসলাম, রেজিস্ট্রার; অধ্যাপক ড. এডবিøউএম আব্দুল হক, ডিন, আইন অনুষদ; অধ্যাপক ড. শওকত আরা হোসেন, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান সরকার, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ডিআইইউ সমাপ্ত হওয়া সাব-প্রজেক্টের টেকসই ধারাবাহিকতা রক্ষার বিষয়ে তাদের বিভিন্ন ধারণা ও মতামত তুলে ধরেন। কমর্শালায় বিভিন্ন বিভাগের প্রায় ১২০ শিক্ষক উপস্থিত ছিলেন। ড. মো. সেরাজুল ইসলাম প্রধান, ডাইরেক্টর, আইকিউএসি উক্ত সাব-প্রজেক্টের ০৩ বছরের বিভিন্ন কাযর্ক্রম ও অজর্নসমূহ উল্লেখ করে একটি প্রেজেন্টেশন দেন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এবং এসএ কমিটির হেড সহযোগী অধ্যাপক মো. আব্দুল বাছেত ইমপ্যাক্টস অ্যান্ড চ্যালেঞ্জের অভিজ্ঞতা অজর্ন ও ভবিষ্যতে মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করে একটি প্রেজেন্টেশন দেন। উক্ত কমর্শালায় সভাপতিত্ব করেন অত্র ইউনিভাসিির্টর সম্মানিত উপাচাযর্ এবং কিউএসি কমিটির হেড অধ্যাপক ড. কেএম মোহসীন। কমর্শালা সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3952 and publish = 1 order by id desc limit 3' at line 1