logo
রোববার ২৪ মার্চ, ২০১৯, ১০ চৈত্র ১৪২৫

  ক্যাম্পাস ডেস্ক   ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০  

চবিতে সুবণর্জয়ন্তী উদযাপন

বণির্ল আয়োজনে উদযাপিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবণর্জয়ন্তীর। অনুষ্ঠানমালার প্রথম পবের্ ছিল, র?্যালি, কেক কাটা ও আলোচনা সভা। সোমবার সকালে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ সুবণর্ থেকে শুরু হওয়া এক বণার্ঢ্য র?্যালির মাধ্যমে সুবণর্জয়ন্তী উদযাপন শুরু হয়। পরে সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত সুবণর্জয়ন্তীর আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, শিক্ষিত মানেই প্রকৃত জ্ঞানী নয়। প্রকৃত জ্ঞানী হতে হলে তার শিক্ষাকে বাস্তবজীবনে যথাথর্ভাবে কাজে লাগিয়ে জীবন গড়তে হবে। প্রকৃত জ্ঞানী নৈতিক চরিত্র গঠনে সতকর্ হয়। এ সময় তিনি চবির সাবেক ভিসি ও প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আরআই চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর অযতœ-অবহেলায় পড়ে থাকা প্রফেসর ড. আরআই চৌধুরীর সংগৃহীত অতি দুলর্ভ ও মূল্যবান প্রায় দেড় হাজার পুস্তকসামগ্রী ও গবেষণাকমর্ নিজ উদ্যোগে উদ্ধার করে চবি কেন্দ্র্রীয় গ্রন্থাগার ‘ড. আরআই চৌধুরী কণার্র’ প্রতিষ্ঠার মাধ্যম পুস্তকগুলো সংরক্ষণর ব্যবস্থা গ্রহণ করেছেন। এ সংগ্রহশালা দেশ-বিদেশের শিক্ষক-গবেষকদের গবেষণা কমের্ অত্যন্ত সহায়ক ভ‚মিকা রেখে চলছে। ভিসি রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষকদের এসব গবেষণাকমর্ ধারণ, লালন ও চচার্র মাধ্যম নিজেদের জ্ঞানভাÐার সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষাথীের্দ মাঝে নতুন নতুন জ্ঞান বিতরণের মাধ্যমে দেশে সৎ, দক্ষ ও আলোকিত মানবসম্পদ উৎপাদন ভ‚মিকা রাখার আহŸান জানান। সুবণর্জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম সদস্যসচিব এজিএম নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহামেদ, প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরীসহ প্রমুখ ব্যক্তি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে