বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএআরসি নবম প্রতিষ্ঠাবাষির্কী ‘আমার ইংলিশ ডটকম’

নতুনধারা
  ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০
বিএআরসির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বণার্ঢ্য অনুষ্ঠান

ক্যাম্পাস ডেস্ক গত ৩ নভেম্বর ২০১৮ রাজধানীর উত্তরা ক্লাব দেশের অন্যতম ল্যাংগুয়েজ সেন্টারÑ ‘ব্রিটিশ আমেরিকান রিসোসর্ সেন্টার’ (বিএআরসি)-এর নবম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিএআরসি পরিবার এক বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উত্তরা ক্লাবের সভাকক্ষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী মারুফ ফিরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভাসিির্টর প্রতিষ্ঠাতা উপাচাযর্ ড. এম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেনÑ সাবেক সাংসদ ড. হামিদা বানু শোভা ও উত্তরা ইউনিভাসিির্টর উপ-উপাচাযর্ প্রফেসর ড. ইয়াসমীন আরা ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইডিপির কান্ট্রি ম্যানেজার মোশাররাফ খান, বিটিভির সংবাদ পাঠক নাফিস ইমতিয়াজ, ঈস্টওয়েস্ট ইউনিভাসিির্টর অ্যাসোসিয়েট প্রফেসর মোঈনুল হাসান, ব্যবসায়ী মোতাহার হোসাইন, সুপ্রিম কোটের্র আইনজীবী আসাদুজ্জামানসহ শিক্ষাক্ষেত্রে বরেণ্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষক, শিক্ষাথীর্ ও অভিভাবকরা। উদ্বোধনী বক্তৃতা ও নবম প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পবর্। এরপর ‘আমার ইংলিশ ডটকম’ নামক একটি অনলাইন ই লানির্ং প্ল্যাটফমর্ তথা অ্যাপস্ উদ্বোধন করা হয়। উক্ত অ্যাপসের মাধ্যমে শিক্ষাথীর্রা বিনামূল্যে ব্যক্তিগত ডিভাইসে যেখানে খুশি বসে অনলাইনে আইইএলটিএস বা স্পোকেন-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশে কোনো ল্যাংগুয়েজ সেন্টারে এ জাতীয় উদ্যোগ এটাই প্রথম। অনেকটা গুগলে ডিকশেনারি দেখার মতোই। তবে পাথর্ক্য কেবল এখানে বিশেষত আইইএলটিএস-সংক্রান্ত বিস্তারিত সমাধান এবং স্পোকেনের সংশ্লিষ্ট ইমেজ তথা একজাম্পল সমেত সমাধান পাওয়া যাবে। সম্পূণর্ নতুন এই অ্যাপসটি সম্পকের্ ¯ø্যাইড স্ক্রিনে চিত্রসহ বিস্তারিত তুলে ধরেন প্রধান নিবার্হী মারুফ ফিরোজ। একই সঙ্গে তিনি আইইএলটিএসে টপ স্কোরারদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত আলোচনায় বিএআরসিএর ক্রমোন্বয়ন ও সাফল্যগাথা তুলে ধরে এর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষাথীর্ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21248 and publish = 1 order by id desc limit 3' at line 1