শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ২৬ হাজার হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা

কাজী কামাল হোসেন
  ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

কৃষি বিভাগ নওগাঁ জেলায় মোট ২৬ হাজার ৬২৫ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জেলার ১১টি উপজেলায় বিশেষ করে বরেন্দ্র অধু্যষিত উপজেলাগুলোতে কৃষকদের গম চাষে বেশি উৎসাহিত করা হচ্ছে। কারণ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন নওগাঁ জেলার বরেন্দ্র অধু্যষিত উপজেলাগুলোতে যেহেতু পানি সেচ সংকট রয়েছে সেই কারণে পানি সেচের প্রয়োজনীয়তা কম হওয়ায় এসব অঞ্চলে গম চাষে উৎসাহিত করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি রবি মৌসুমে জেলার ১১টি উপজেলায় উপজেলাওয়ারী গম চাষের ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৭৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ৭৬৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৩৭০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮০০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৪৫৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৯২০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ৭০০ হেক্টর, সাপাহার উপজেলায় ৮ হাজার ৩৩৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪ হাজার ৫০০ হেক্টর, মান্দা উপজেলায় ২ হাজার ৬৯০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ৩০০ হেক্টর। লক্ষ্যমাত্রা ধার্যকৃত জমিতে মোট ৮৯ হাজার ১৯৫ মেট্রিক টন গম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৬৪৫ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ২ হাজার ৫৬৫ মেট্রিকটন, আত্রাই উপজেলায় ১ হাজার ২৪০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬৮০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৫২৫ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৪৩০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ৫ হাজার ৬৯৫ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ২৭ হাজার ৯২৫ মেট্রিক টন, পোরশা উপজেলায় ১৫ হাজার ৭৫ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৯ হাজার ১০ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১৪ হাজার ৪০৫ মেট্রিক টন গম উৎপাদিত হবে জানিয়েছে কৃষি বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74899 and publish = 1 order by id desc limit 3' at line 1