শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেষজগুণে অনন্য কলকে ফুল

নতুনধারা
  ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

কলকে আমাদের দেশে পরিচিত ও জনপ্রিয় ফুল। অন্যান্য পরিচিত নাম- পীত করবী, সুগন্ধী কুসুম, হলদে কলকি, কড়ি ফুল, চায়না করবী ইত্যাদি। এ ফুলের নাম নিয়ে বিভ্রাট লক্ষ্য করা য়ায়। অধিকাংশ মানুষ একে করবী ফুল হিসেবে চিনেন- যা ভুল। এটা মূলত কলকে ফুল। ইংরেজি নাম- ণবষষড়ি ড়ষবধহফবৎ, গবীরপধহ ড়ষবধহফবৎ, খঁপশু ঘঁঃ ঞৎবব-এর আদিনিবাস দক্ষিণ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। পরিবার-অঢ়ড়পুহধপবধব, উদ্ভিদতাত্ত্বিক নাম-ঞযবাবঃরধ ঢ়বৎাঁরহধ। আকর্ষণীয় ও সৌখিন এ ফুল গাছ বাগানের সৌন্দর্য বিকাশে বিশেষ ভূমিকা রাখে। মাঝারি মানের উচ্চতা বিশিষ্ট চিরসবুজ ফুল গাছ। গাছের উচ্চতা গড়ে ৩ থেকে ৫ মিটার হয়ে থাকে। কান্ড গোল, কাঠ নরম মানের, চামড়া মসৃণ, রঙে হাল্কা ধূসর। এর পত্রবহুল শাখা-প্রশাখা বেশ ঝোপালো- যা ছায়াসুনিবিড় ও সুশ্রী। পাতার রং গাঢ় সবুজ, চিকন, সরু ও অগ্রভাগ সূচালো- যা দেখতে চিরল। পাতা লম্বায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার এবং চওড়ায় ২ সেন্টিমিটার হয়ে থাকে। এর গাছের পাতা, কান্ড, শাখা ও মূলের কোথাও আঁচড় লাগলে দুধের মতো সাদা ও আঠালো কষ বের হয়। প্রায় সারা বছর ধরে এর ফুল ফোটে। তবে গ্রীষ্ম, বর্ষা ও শরৎ ঋতুতে অধিক পরিমাণে ফুল ফোটতে দেখা যায়। ফুলে রয়েছে মিষ্টি সুগন্ধ। নমনীয় কোমল ৫টি পাপড়ির সমন্বয়ে সৃষ্ট কলকে ফুল। তবে এর ফুলের পাপড়িগুলো পঁ্যাচানো ও একটি অন্যটির সঙ্গে যুক্ত থাকে। ফুল লম্বায় প্রায় ১০ সেন্টিমিটার। এ ফুল হুক্কার কলকের আকৃতি দেখায় বলে ফুল কলকে ফুল নামে নামকরণ হয়েছে। রয়েছে রং বাহারি ফুল। আমাদের দেশে এর উজ্জ্বল হলুদ, কমলা ও সাদা রঙের ফুল ফোটতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি দেখা যায় হলুদ রঙের ফুল। গাছের শাখা-প্রখার অগ্রভাগে পাতার ফাঁকে উঁকি দেয় ফুল। ফুটন্ত ফুল গাছ দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম।

ছবি ও লেখা : মোহাম্মদ নূর আলম গন্ধী

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74895 and publish = 1 order by id desc limit 3' at line 1