শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধানের বহুতল বীজতলা

নতুনধারা
  ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

আমনের চারা রোপণ ইতোমধ্যে শুরু হয়েছে। কোনো এলাকায় অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে আমন বীজতলার ক্ষতি হয়ে থাকলে ক্ষতি পোষাতে কৃষি বিজ্ঞানীরা বহুতল বীজতলা তৈরির পরামশর্ দিয়েছেন। অপেক্ষাকৃত নাবি জাতগুলো এখনই এ ধরনের বহুতল বীজতলায় চারা করে মূল জমিতে রোপণ করা যাবে। জমি বঁাচবে, বন্যায় ডুববে না, রোগ-বালাই কম হবে, বাড়ির উঠানেই করা যাবে। আমন মৌসুমে বন্যা এলাকার জন্য উপযোগী। প্লাস্টিক ট্রেতে সমপরিমাণ বালু এবং পচা গোবর পানিসহ মিশিয়ে তার ওপর বীজ ছিটিয়ে দিতে হবে। ২০-২৫ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করা যাবে। ট্রেতে উৎপাদিত চারা রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়েও রোপণ করা যাবে। প্রয়োজনে স্থানীয় কৃষি কমর্কতাের্দর পরামশর্ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<6490 and publish = 1 order by id desc limit 3' at line 1