শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাওর ও চর উন্নয়নে প্রকল্প নেয়া হবে- পরিকল্পনামন্ত্রী

মো. নাবিল তাহমিদ
  ২৩ জুন ২০১৯, ০০:০০

বর্তমানে মিঠা পানির অনেক মাছই হারিয়ে যাচ্ছে। হয়তো নিকট ভবিষ্যতে অন্যান্য দেশের মতো খাঁচায় মৎস্য চাষের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়তে হতে পারে। আর এ ধরনের পরিস্থিতি দূর করার জন্য আমরা হাওর এলাকায় প্রচুর পরিমাণে পোনা মাছ ছাড়ার ব্যবস্থাও করেছি। আর হাওর ও চর উন্নয়নে যে কোনো প্রকল্প পাস করা হবে যদি তা জনকল্যাণমূলক ও লাভজনক হয়। গত রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত 'হাওর ও চর উন্নয়ন আপনার ভাবনা' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, এমপি। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট। সেমিনারে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দীন আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54829 and publish = 1 order by id desc limit 3' at line 1