বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন মোবাইল অ্যাপস দুটি পাতা একটি কুঁড়ি

এম আব্দুল মোমিন
  ০৩ মার্চ ২০১৯, ০০:০০

চা শিল্পের উন্নয়নে ডিজিটাল সেবা হিসেবে উন্মুক্ত করা হয়েছে দুটি পাতা একটি কুঁড়ি নামক নতুন মোবাইল অ্যাপস। এটি চা শিল্পের তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে চা তথ্যপ্রযুক্তি সেবা সহজীকরণের জন্য এ মোবাইল অ্যাপসটি তৈরি করেছেন বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ শামীম আল মামুন এবং প্রকল্প উন্নয়ন ইউনিটের সমন্বয়ক প্রকৌশলী এম শাহাবুদ্দিন মাহমুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) চা বাগানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কারিগরি সমস্যাদির সমাধানকল্পে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সহায়তা প্রদান করে আসছে। এই সেবা সহজীকরণের জন্য দুটি পাতা একটি কুঁড়ি নামক মোবাইল অ্যাপসের মাধ্যমে চা তথ্যপ্রযুক্তি সেবা সহজীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। চা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং চা আবাদের বিভিন্ন সমস্যাদি ছবি তুলে জমাদানের মাধ্যমে তা সমাধানের ব্যবস্থাও রয়েছে। চা সংক্রান্ত সর্বশেষ সংবাদ ঘরে বসেই পেতে পারেন এ অ্যাপস ব্যবহারের মাধ্যমে। স্মার্ট ফোনে আ্যাপসটি ব্যবহার করে দেশের যে কোনো প্রান্তের জনগণ ঘরে বসেই অনলাইন/ অফলাইনে চা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হাতের মুঠোয় পাবেন। চা বাগান মালিক, ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, ক্ষুদ্র চা চাষি, টিলাবাবু, শ্রমিক ও চা তথ্য পিপাসু জনসাধারণ তাদের নিজস্ব মোবাইল সেটের মাধ্যমে চা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। চা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ চা চাষ পদ্ধতি, চায়ের পোকামাকড় ও রোগবালাই দমন কৌশল বাগানে বসেই জানতে পারবেন ও সমস্যার সমাধান করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<39103 and publish = 1 order by id desc limit 3' at line 1