logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  কৃষি ও সম্ভাবনা ডেস্ক   ০৭ অক্টোবর ২০১৮, ০০:০০  

মোট উৎপাদিত মাছের ১২ শতাংশ ইলিশ

মোট উৎপাদিত মাছের  ১২ শতাংশ ইলিশ
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে। দেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের অধিক। কাজেই একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবোর্চ্চ। গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, মাত্র ৯ বছরের ব্যবধানে এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৬ শতাংশ। এ সময়ে সাবির্ক মাছের উৎপাদনও ২৭ লাখ ১ হাজার টন থেকে ৪১ লাখ ৩৪ হাজার টনে উন্নীত হয়েছে। এটি ২০১৬-১৭ সালের উৎপাদন-লক্ষ্যমাত্রা ৪০ লাখ ৫০ হাজার টনের চেয়ে ৮৪ হাজার টন বেশি। ২০১৭-১৮ সালে ইলিশের উৎপাদন যেমন ৫ লাখ টন ছাড়িয়ে যাবে; তেমনই মাছের উৎপাদনও বৃদ্ধি পেয়ে ৪২ লাখ ৭৭ হাজার টন হবে বলে আশা করা যায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ইতিমধ্যে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমাকর্ অধিদপ্তর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনানুগ কাযর্ক্রম শেষে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের ভৌগোলিক নিবন্ধন (জিআই সনদ) প্রদান করে। ইতিপূবের্ ইলিশের কোনো ব্র্যান্ডিং ও ট্রেডমাকর্ও ছিল না। বিশ্বে ইলিশের ব্র্যান্ডিং বাংলাদেশেই সবর্প্রথম সম্পন্ন হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে