শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে ‘খবরের ফেরিওয়ালা’

তারার মেলা রিপোটর্
  ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০১

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন প্রকাশিত হতে যাচ্ছে ‘খবরের ফেরিওয়ালা’ শিরোনামের নতুন একটি গানের ভিডিও। গণমাধ্যমকমীের্দর সুখ-দুঃখের কথামালা নিয়ে নিমির্ত হয়েছে ভিডিওটি। ‘খবরের ফেরিওয়ালা’ গানটির কথা লিখেছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোটার্র সায়ীদ আবদুল মালিক। চেঞ্জ টিভির প্রধান বাতার্ সম্পাদক আমিরুল মোমেনীন মানিকের সুরে গানটিতে মানিক ছাড়াও কণ্ঠ দিয়েছেন সকালের খবরের রেজা করিম, সমকালের সাজিদা ইসলাম পারুল, বাংলাভিশনের শারমিন রিনভি ও এসএ টিভির উম্মে সাবেরীনা। ভিডিও নিমার্ণ ও সাবির্ক পরিকল্পনায় আছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। আর ভিডিওতে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোটার্র অভিনেতা ও গীতিকার রেজাউর রহমান রিজভী। ‘খবরের ফেরিওয়ালা’ গানের ভিডিও প্রকাশ উপলক্ষে গণমাধ্যমকমীের্দর সঙ্গে গান ও ভিডিও সংশ্লিষ্টদের এক আড্ডার আয়োজন করা হয় বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর এক রেস্টুরেন্টে’। সাজিদ খানকে নিষিদ্ধ করল পরিচালক সমিতি তারার মেলা ডেস্ক নানা অভিযোগের পর অবশেষে ভারতীয় চলচ্চিত্র নিমার্তা সাজিদ খানকে এক বছরের জন্য নিষিদ্ধ করল পরিচালক ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশন (ওঋঞউঅ)। সাজিদ খানের বিরুদ্ধে একাধিক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। তার মধ্যে রয়েছেন র‌্যাচেল হোয়াইট, কারিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়া। তাদের অভিযোগের ভিত্তিতে একটি ইন্টারনাল কমপ্লেটস কমিটি (ওঈঈ) গঠন করেছিল ওঋঞউঅ। সাজিদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করে কমিটি। ৩১ অক্টোবর কমিটির নিদেের্শ হাজিরাও দিয়েছিলেন পরিচালক। কিন্তু সেখানে তিনি নিজের সাফাইয়ে কোনো মন্তব্য পেশ করতে পারেননি। তবে তিনি স্বীকার করেছেন, মহিলাদের প্রতি তার ব্যবহার কোমল নয়। কিন্তু মহিলাদের যৌন হেনস্তার কথা অস্বীকার করেন সাজিদ। দাবি করেন, মহিলাদের সঙ্গে তার শারীরিক সম্পকর্ রয়েছে ঠিকই। কিন্তু সেগুলো তৈরি হয় ওই মহিলার সম্মতিক্রমেই। তিনি জোর করে কিছু করেন না। ওই কমিটির নিদেের্শই ওঋঞউঅ-তে সাজিদের সদস্যপদ এক বছরের জন্য বাতিল করা হয়েছে। এক বছর পর ফের বিষয়টি খতিয়ে দেখবে কমিটি। তারপর সিদ্ধান্ত নেয়া হবে, সাজিদকে সদস্যপদ ফেরানো হবে কিনা। গোটা বিষয়টি জানিয়ে পরিচালককে ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। সাজিদের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ ওঠার পর ‘হাউসফুল ৪’ থেকে সরে যেতে হয় তাকে। টুইটারে সে কথা জানিয়েওছিলেন তিনি। তবে শুধু অভিনেত্রীরাই নন, সাজিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এক মহিলা সাংবাদিকও। তিনি লিখেছিলেন, এক বিনোদন চ্যানেলে কাজ করার সময় হোটেলে সাজিদ খানের সাক্ষাৎকার নিতে যান তিনি। সে সময় তাকে পুরুষাঙ্গ নিয়ে নানা প্রশ্ন করেন পরিচালক। প্রথমে সেই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। কিন্তু সাজিদ বেশ কয়েকটি অশ্লীল ডিভিডি দেখান তাকে? ওই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সাজিদ তার পথ আটকান ঘাড় ও গলায় অশ্লীলভাবে স্পশর্ করেন। ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ তারার মেলা রিপোটর্ প্রতিযোগিতামূলক যাত্রা শুরু করল ‘দ্য লাস্ট পোস্ট অফিস’। ফ্রান্সের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ক্লেহমো ফেঁরোতে অনুষ্ঠিত এ উৎসবে প্রতি বছর সারা বিশ্ব থেকে গড়ে দেড় লাখেরও বেশি চলচ্চিত্র নিমার্তা, প্রযোজক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের আগমন ঘটে। লোকসমাগমের এ হিসাবে বিশ্বখ্যাত কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর ফ্রান্সের সবচেয়ে বড় উৎসব ধরা হয় একে। উৎসবের ৪১তম এবার প্রতিযোগিতা করতে যাচ্ছে অং রাখাইন নিমির্ত বাংলাদেশের স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’। এর আগে চলতি বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকানোর্ চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস বিভাগে দ্য লাস্ট পোস্ট অফিসের ওয়াল্ডর্ প্রিমিয়ার হয়। এ বছর ক্লেহমো ফেঁরোতে জমা পড়া ৯ হাজার ২৩৮টি ছবির মধ্য থেকে ৭৬টি এ উৎসবের আন্তজাির্তক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। ফ্রান্সের ক্লেহমো ফেঁরো শহরে উৎসব চলবে ১ থেকে ৯ ফেব্রæয়ারি পযর্ন্ত। দ্য লাস্ট পোস্ট অফিসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নিমির্ত হয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ। এ উৎসবে অংশগ্রহণের সুযোগ পাওয়া নিয়ে ছবিটির অন্যতম প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র দুনিয়ার অন্যতম গুরুত্বপূণর্ উৎসব। যে কারণে আমরা শিহরিত যে, এ উৎসবে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ মনোনীত হয়েছে।’’ অং রাখাইন বলেন, ‘উৎসবটি স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র নিমার্তাদের জন্য অনেক গুরুত্বপূণর্। এটা স্বল্পদৈঘ্যর্ ছবির বিরাট এক বাজার। এখানে প্রতিযোগিতার জন্য ছবিটি নিবাির্চত হওয়ায় ভালো লাগছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে